student finance

স্টুডেন্ট ফাইন্যান্স 

আমাদের দেশে উচ্চ শিক্ষা পেতে গেলে প্রচুর টাকা লাগে। সেই টাকা আবার যোগাড় করতে বহু বছর অপেক্ষা করতে হয়। ধরা যাক কেউ ৫ লাখ টাকা খরচ করে পোস্ট গ্র্যাজুয়েট হল। এবার ওই টাকার অর্ধাংশ যোগাড় সে কত দিনে করতে পারবে? এই সমস্যা আমায় ভাবায়। এই ছাত্ররাই দেশের অর্থনীতি কে রক্ষা করে। দেশের অর্থনীতিকে দাঁড় করানোর জন্য সমস্ত ছাত্র ও ছাত্রীর হাতে টাকার যোগান রাখতে হবে যাতে তারা যা শিখছে বা শিখে আছে তার একটা মূল্য খুঁজে পায়। এই উদ্যোগ, সমস্ত এডুকেশনাল ইনিস্টিটিউট কে নিতে হবে। আমি এর নাম দিয়েছি Non ফিনান্সিয়াল ইনভেস্টমেন্ট। 

ধরা যাক আমি গান, নাটক মঞ্চস্থ করে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট দের আলাদা করে ট্রেনিং দিতে পারি। অথবা আমি খুব সুন্দর ভাবে ডাটা এন্ট্রি করে বিশ্ববিদ্যালয়ের কাজে সহায়তা করতে পারি। এর ফলে স্টুডেন্ট হাতে কিছু টাকা পেল। সেই দিয়ে তার রেগুলার খরচ মিটিয়ে নিল। এই টাকা সে ব্লকড অ্যাকাউন্ট ও করতে পারে। আমি এর নাম দেব ফাইনান্সিয়াল সেল্ফ ইফিকেসি। 

আমরা RPRIT তে course শেষ করার পর তাকে trainer হিসাবে নিচ্ছি। তার ফলে স্টুডেন্ট দের হাতে টাকার circulation রাখতে পারছি। কিন্তু এটা কোর্স চলাকালীন কি ভাবে করা যায় আমি সেটা ভাবছি। যদি আপনার কোনো ভাবনা থাকে বলতে পারেন।

Comments

Popular posts from this blog

My first book inauguration

Psychoinformatics in management

Symposium on Mental health care insurance (24th Feb, 2014)